বেসরকারি উন্নয়ন সংস্থা `ডাক দিয়ে যাই`, মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) কর্তৃক সনদ প্রাপ্ত, সনদ নং (০১১২১-০০৮৩৫-০০২৩৭) । পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে পরিচালিত সংস্থার ঋণ কর্মসূচিতে উপরোক্ত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করার লক্ষ্যে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
নিয়োগ বিজ্ঞপ্তি সংক্ষিপ্ত তথ্যঃ-
সংস্থার নাম |
ডাক দিয়ে যাই |
পদ ক্যাটাগরি |
৩টি |
শিক্ষাগত যোগ্যতা |
স্নাতকোত্তর/স্নাতক/এইচএসসি |
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ |
১১ ডিসেম্বর ২০২৩ |
খালি পদ |
১৪০টি |
চাকরির ধরন |
ফুল টাইম |
বয়স |
সর্বোচ্চ ৪০ বছর |
পদের নামঃ শাখা ব্যবস্থাপক (ঋণ কর্মসূচি)/ সিনিয়র শাখা ব্যবস্থাপক (ঋণ কর্মসূচি)
খালি পদঃ ২০টি
শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অতিরিক্ত অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শীথিলযোগ্য।
দক্ষতা: Management, Microfianance, Monitoring, Supervision
পদের নামঃ সহকারী শাখা ব্যবস্থাপক (হিসাব)
খালি পদঃ২০
শিক্ষাগত যোগ্যতাঃ বানিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। হিসাবরক্ষক হিসেবে নূন্যতম দুই বছর কাজের অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে স্নাতক পর্যন্ত শীথিলযোগ্য।
পদের নামঃ ফিল্ড অফিসার
খালি পদঃ ১০০টি
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক/সমমান। ক্ষুদ্রঋণ কার্যক্রমে অভিজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচ.এস.সি পর্যন্ত শীথিলযোগ্য।
আবেদনের পূর্বশর্তঃ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময়ে বাছাইকৃত প্রার্থীদের ফোন যোগাযোগের মাধ্যমে জানানো হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে নিয়োগ কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত বলে বিবেচিত হবে। নির্বাচিত প্রাথীদের কাজে যোগদানের পূর্বে ১৫,০০০/- (পনের হাজার) টাকা ফেরতযোগ্য জামানত সংস্থার অনুকূলে জমা করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। পরীক্ষায় অংশগ্রহণের দিন সকল প্রকার ডকুমেন্ট/কাগজপত্রের মূল কপি সাথে থাকতে হবে।
যেভাবে আবেদন করবেন
উল্লেখিত পদে চাকুরির জন্য আগামী ৩১ ডিসেম্বর ২০২৩খ্রি: তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে বিস্তারিত জীবন বৃত্তান্ত, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি (যদি থাকে) ও সচল মোবাইল নম্বরসহ খামের উপর পদের নাম উল্লেখ পূর্বক সংস্থার নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদন পত্র `ডাক দিয়ে যাই`, প্রধান কার্যালয়, বাড়ী নং- ০১, বাইপাস সড়ক, মাছিমপুর, পিরোজপুর সদর, পিরোজপুর-৮৫০০; ঠিকানায় পাঠানোর জন্য আহবান করা যাচ্ছে। খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩১ ডিসেম্বর ২০২৩
No comments: