উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

 

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ 

(BAgEd Admission)

 উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

 ব্যাচেলর অব এগ্রিকাচারাল এডুকেশন (বিএজিএড) প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট (সার্ড) পরিচালিত ০৩ (তিন) বছর মেয়াদি ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন বিএজিএড প্রোগ্রামে ২৪১ টার্মে (জানুয়ারি-জুন, ২০২৪) শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

 বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আরও একধাপ উন্নতির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশেষ করে যে সকল শিক্ষার্থী কোন চাকরী করেন, কিংবা জীবনে কোন পর্যায়ে গিয়ে আর লেখাপড়া করতে পারেননি বিভিন্ন অসুবিধার কারণে কিন্তু এখন চাচ্ছেন কোন একটা ডিগ্রী অর্জন করতে তাদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে এই বিশ্ববিদ্যালয়। যে সকল শিক্ষার্থী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বিএজিএড ভর্তি হতে চান BAgEd 3 Year Admission Circular দেখে আবেদন করে ফেলুন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

যে সকল শিক্ষার্থী বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)-এর ব্যাচেলর অব এগ্রিকাচারাল এডুকেশন (বিএজিএড) প্রোগ্রামে ভর্তির জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর। ব্যাচেলর অব এগ্রিকাচারাল এডুকেশন (বিএজিএড) প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হবে ১৬ অক্টোবর থেকে এবং আবেদনের শেষ তারিখ ১২ ডিসেম্বর ২০২৩।

এইচএসসি বিজ্ঞান বা কৃষিশিক্ষা বিষয়ক যে কোন গ্রুপ বা বছরের কৃষি বিষয়ক ডিপ্লোমা পাশ করা শিক্ষার্থী আবেদন করতে পারবেন। মোট আসন সংখ্যা ৭০ টি। আবেদন ফি ২০০ টাকা এবং ভর্তি ফি ৫৬৮৫ টাকা

 

বিএজিএড ভর্তির যোগ্যতা

ব্যাচেলর অব এগ্রিকাচারাল এডুকেশন (বিএজিএড) প্রোগ্রামে ভর্তির জন্য এইচএসসি (বিজ্ঞান গ্রুপ/কৃষিশিক্ষা বিষয়সহ যে কোন গ্রুপ) অথবা চার/তিন বছর মেয়াদি কৃষি ডিপ্লোমা/সমমানের সার্টিফিকেটধারী এবং ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ . (দুই) প্রাপ্ত হতে হবে।

 

BAgEd Admission Circular 2023



উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বিএজিএড ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ Reviewed by Start your own business on October 20, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.