ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শিক্ষক, কর্মকর্ত-কর্মচারি পদে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। শিক্ষাপ্রতিষ্ঠানটির আশুগঞ্জ শাখার জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অনলাইন এবং সরাসরি আবেদন করা যাবে। আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদন জমা দিতে হবে।
পদের নাম: অধ্যাক্ষ
পদ সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রী।
অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক পর্যায়ে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি ও ডিজিটাল সিস্টেমে পাঠদান পরিচালনায় ১২ বছরের প্রশাসনিক অভিজ্ঞতাসহ কমপক্ষে ১৮ বছরের চাকুরিকাল।
বেতন: আলোচনা সাপেক্ষে।
কলেজ শাখাঃ-
পদের নাম: প্রভাষক/সিনিয়র প্রভাষক/সহকারি অধ্যপক (বাংলা ও ইংলিশ ভার্শন)
বিষয়: • বাংলা • ইংরেজি • পদার্থবিজ্ঞান • রসায়ন • উদ্ভিদবিজ্ঞান • প্রণিবিজ্ঞান • উচ্চতর গণিত • তথ্য ও যোগাযোগ প্রযুক্তি • হিসাববিজ্ঞান • ব্যাবসায় সংগঠন ও ব্যবস্থাপনা • উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন • ফিন্যান্স ও বিমা।
পদ সংখ্যা: প্রতি বিষয়ে ৩জন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
হাইস্কুল শাখাঃ-
পদের নাম: সহকারি শিক্ষক/সিনিয়র শিক্ষক (বাংলা ও ইংলিশ ভার্শন)
বিষয়: • বাংলা • ইংরেজি • গণিত • বিজ্ঞান • ইতিহাস ও সামাজিক • ডিজিটাল প্রযুক্তি • জীবন ও জীবিকা • ধর্ম ও নৈতিক শিক্ষা (ইসলাম / হিন্দুধর্ম) • স্বাস্থ্য ও সুরক্ষা • স্কাউট • বিএনসিসি
পদ সংখ্যা: প্রতি বিষয়ে ৩জন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
প্রাইমারি শাখাঃ-
পদের নাম: সহকারি শিক্ষক/সিনিয়র শিক্ষক (বাংলা ও ইংলিশ ভার্শন)
বিষয়: • বাংলা • ইংরেজি • গণিত • বিজ্ঞান ইতিহাস ও সামাজিক • ধর্ম ও নৈতিক শিক্ষা (ইসলাম / হিন্দুধর্ম) • স্বাস্থ্য ও সুরক্ষা • স্কাউট • সঙ্গীত • নৃত্য
যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- ১. সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২য় শ্রেণির মাস্টার্স ডিগ্রি। ২. স্মার্ট বোর্ড / মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নিতে সক্ষম হতে হবে। ৩. সকল ক্ষেত্রে কমপক্ষে ২-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ১ম শ্রেণি প্রাপ্তদের অভিজ্ঞতা শিথিলযোগ্য। ৪. শিক্ষক নিবন্ধন, বিএড/এমএড ডিগ্রি, ইংরেজি ভার্শনে পাঠদানে সক্ষম এবং অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে । ৫. কলেজ শাখায় নিয়োগপ্রাপ্ত শিক্ষকবৃন্দকে ৯ম হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদানে সক্ষম হতে হবে। ৬. ২০২৩ সাল থেকে প্রবর্তিত নতুন কারিকুলাম অনুযায়ী বিষয়সমূহে পাঠদানে যোগ্যতা অর্জন করতে হবে। ৭. মাধ্যমিক শাখায় নতুন কারিকুলামে সংশ্লিষ্ট বিষয়ে সরকারি ট্রেনিং প্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দেয়া হবে। ৮. জীবন ও জীবিকা বিষয়ের আবেদনের ক্ষেত্রে হিসাব বিজ্ঞান/ ফিন্যান্স/ ম্যানেজমেন্ট/ মার্কেটিং বিষয়ে মাস্টার্স পাস থাকতে হবে।
প্রি-প্রাইমারি শাখাঃ-
পদের নাম: সহকারি শিক্ষক/সিনিয়র শিক্ষক (ইংরেজি ভার্শন)
শ্রেণি: —প্লে, নার্সারী, কেজি
পদ সংখ্যা: ৩টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতহা: যেকোনো বিষয়ে মাস্টার্স। ইংরেজিতে পারদর্শী হতে হবে। বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর।
বেতন: আলোচনা সাপেক্ষে।
কর্মকর্তা ও কর্মচারি
১. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা / কাউন্সিলর
পদ সংখ্যা: ২টি।
বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগ্যতা: যে কোনো বিষয়ে মাস্টার্স পাস। ইংরেজি ও কম্পিউটারে পারদর্শী হতে হবে।
২. পদের নাম: সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক
পদ সংখ্যা: ২টি।
বেতন: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা: যে কোনো বিষয়ে মাস্টার্স। সফটওয়্যারের মাধ্যমে রেজাল্ট তৈরীতে পারদর্শী হতে হবে।
৩. পদের নাম: প্রদর্শক (পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান)
পদ সংখ্যা: ২টি।
বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/ মাস্টার্স। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে ।
৪. হিসাবরক্ষক
পদ সংখ্যা: ২টি।
বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগ্যতা: হিসাববিজ্ঞান বিষয়ে মাস্টার্স পাস। স্কুল / কলেজ শাখার ইআরপি সফটওয়্যার জানা থাকতে হবে।
৫. পদের নাম: লাইব্রেরিয়ান
পদ সংখ্যা: ২টি।
বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগ্যতা: অনার্সসহ মাস্টার্স। লাইব্রেরি সায়েন্সে কমপক্ষে ডিপ্লোমা থাকতে হবে।
৬. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ২টি।
বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগ্যতা: এইচএসসি পাস / কম্পিউটার ডিপ্লোমাসহ বাংলা ও ইংরেজি টাইপিং পারদর্শী হতে হবে।
৭. পদের নাম: সিকিউরিটি গার্ড
পদ সংখ্যা: ২টি।
বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগ্যতা: এসএসসি পাস। সেনা, নৌ ও বিমান বাহিনী থেকে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার।
৮. পদের নাম: পিয়ন / আয়া / ক্লিনার
পদ সংখ্যা: ২টি।
বেতন: আলোচনা সাপেক্ষে।
যোগ্যতা: কমপক্ষে এসএসসি পাস। শিক্ষা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র আগামী ৩০ অক্টোবর ২০২৩ বিএসবি ফাউন্ডেশন, প্লট- ২২ (৭ম ফ্লোর), গুলশান সার্কেল-২, ঢাকা সরাসরি / ডাকযোগে / ইমেইল jobs@cambrianbd.com পাঠাতে হবে। আবেদনকারীকে খামের উপর পদবী, বিষয় ও শাখার নাম উল্লেখ করতে হবে।
Cambrian School & College Image file
No comments: