বাংলাদেশ সড়ক
পরিবহন
কর্পোরেশন
নিয়োগ
২০২৩
সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। প্রতিষ্ঠানটি কন্ডাক্টর, গ্রেড ডি (কাউন্টারম্যান) পদে ১৪১ জনকে নিয়োগ দেবে।
নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত তথ্যঃ-
নিয়োগদাতা প্রতিষ্ঠানঃ বাংলাদেশ সড়ক
পরিবহন করপোরেশন
(বিআরটিসি)
পদের নাম: কন্ডাক্টর, গ্রেড
ডি (কাউন্টারম্যান)।
পদ সংখ্যা: ১৪১
আবেদনের
শেষ সময়: ৩
জুলাই।
বেতন
স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা
(গ্রেড-১৮)।
আবেদন যোগ্যতা: এসএসসি বা
সমমান পাস।
যেসব জেলার প্রার্থীর আবেদনের প্রয়োজন নেই: মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ,
গোপালগঞ্জ, জামালপুর,
নেত্রকোনা, সিরাজগঞ্জ,
বগুড়া, মাগুরা,
মেহেরপুর, বরিশাল
ও ঝালকাঠি।
তবে এতিম
ও শারীরিক
প্রতিবন্ধী কোটায়
সব জেলার
প্রার্থী আবেদন
করতে পারবেন।
বিআরটিসি
নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা
২০২৩ সালের
৩ জুলাই
১৮ থেকে
৩০ বছর
হতে হবে।
বীর মুক্তিযোদ্ধা/
শহীদ বীর
মুক্তিযোদ্ধার সন্তান
ও শারীরিক
প্রতিবন্ধীদের ক্ষেত্রে
বয়সসীমা ৩২
বছর। জনপ্রশাসন
মন্ত্রণালয়ের নির্দেশনা
অনুযায়ী প্রার্থীর
বয়সসীমা নির্ধারিত
হবে।
BRTC Job Circular 2023
আবেদন ফি: অনলাইনে ফরম
পূরণের অনধিক
৭২ ঘণ্টার
মধ্যে পরীক্ষার
ফি বাবদ
২০০ টাকা
টেলিটক প্রিপেইড
মুঠোফোন নম্বর
থেকে এসএমএসের
মাধ্যমে জমা
দিতে হবে।
BTRC Job Circular Image file
আবেদনের সময়সীমা: ১২ জুন থেকে ৩ জুলাই ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।
No comments: