নারী মৈত্রী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Nari Maitree NGO Job Circular 2022 || নারী মৈত্রী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ || NGO Job Circular 2022

 

স্বেচ্ছাসেবী সংস্থা, নারী মৈত্রী কর্তৃক পরিচালিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর তত্ত্বাবধানে এবং স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্পে-২য় পর্যায়, ঢাকা ডিএনসিসি, পিএ- এলাকার জন্য নিমােক্ত পদ সমূহের জন্য জরুরী ভিত্তিতে নিয়োগ প্যানেল তৈরীর লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগদান করতে পারেন আপনিও।

পদের নাম: ম্যানেজার (এডমিন এন্ড ফাইনান্স)

পদ সংখ্যা০১

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: এম কম পাশ।কম্পিউটারে নিজের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।কোন স্বীকৃত প্রতিষ্ঠানে হিসাব প্রশাসনিক ব্যবস্থাপনায় বৎসরের কাজের সফটওয়্যারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।বৈদেশিক সাহায্যপুষ্ট স্বাস্থ্য প্রকল্পে কাজ করার অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার।

বেতন: ৪১,৯১০/- টাকা

 

পদের নাম: ফ্যামেলী প্লানিং কো-অর্ডিনেটর

পদ সংখ্যা০১

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: এমবিবিএস পাশ। এমপিএইচ অগ্রগন্য।পরিবার পরিকল্পনা কার্যক্রমে  কম্পিউটারে নিজে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ৪১,৯১০/- টাকা

 

পদের নাম: ফিজিশিয়ান

পদ সংখ্যা০২

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: এমবিবিএস পাশ। এনজিও-তে স্বাস্থ্য কার্যক্রমে অভিজ্ঞদের অগ্রাধিকার।

বেতন: ৩০,৩৬৭/- টাকা

 

পদের নাম: প্যারামেডিক, মহিলা

পদ সংখ্যা০৫

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা:  বৎসরের প্যারামেডিক কোর্স সম্পন্ন। নিজে ডেলিভারী করানাের অভিজ্ঞতা থাকতে হবে। এমআর ট্রেনিং প্রাপ্তদের অগ্রাধিকার।

বেতন: ১৩,২৯৭/- টাকা

 

পদের নাম: ফিল্ড সুপারভাইজার

পদ সংখ্যা০২

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: বিএ পাশ। এনজিও তে স্বাস্থ্য সেবা কার্যক্রম সুপারভিশনে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। মাঠপর্যায়ে বিস্তিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রচার উদ্ভুদ্ধকরণ কাজের মানসিকতা থাকতে হবে।

বেতন: ১৩,৪২৪/- টাকা

 

পদের নাম: ল্যাব -টেকনিসিয়ান

পদ সংখ্যা০৩

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: সরকারী হেলথ টেকনােলজী ইনষ্টিটিউট থেকে বছর মেয়াদী ডিপ্লোমাধারী। যে কোন ডায়াগনিষ্ট সেন্টারে কমপক্ষে বছর কাজের অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: ১৩,২৯৭/- টাকা

 

পদের নাম: এডমিনকাম একাউন্ট এ্যাসিষ্ট্যান্ট

পদ সংখ্যা০১

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: বিএপাশ। এনজিও তে প্রশাসনিক হিসাবরক্ষণ কার্যক্রমে কমপক্ষে বছরের অভিজ্ঞতা। বাণিজ্য বিজ্ঞানে সার্টিফিকেটধারী কম্পিউটারে দক্ষদের অগ্রাধিকার দেয়া হবে।

বেতন: ১৩,৪২৪/- টাকা

 

পদের নাম: সার্ভিস প্রমোটার ,মহিলা

পদ সংখ্যা০১

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: এইচএসসি পাশ। মাঠ পর্যায়ে বস্তিতে স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রচার উদ্বুদ্ধকরণ কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: ১০,০৫৭/- টাকা

 

পদের নাম: অফিস এটেন্ডেন্ট

পদ সংখ্যা০১

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: এইচএসসি পাশ। কঠোর পরিশ্রমী এবং যে কোন কাজ করার মানসিকতা থাকতে হবে। কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ১০,৪২১/- টাকা

 

পদের নাম: ম্যাসেঞ্জার কাম সিকিউরিটি গার্ড

পদ সংখ্যা০৪

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: এসএসসি পাশ। পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: ,৮৮৭/- টাকা

 

পদের নাম: ক্লিনিক এইড

পদ সংখ্যা০২

শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা: অষ্টম শ্রেনী পাশ। কঠোর পরিশ্রমী এবং স্থানীয় হতে হবে।
বেতন: ,৮৮৭/- টাকা


 

যেভাবে আবেদন: আগ্রহী যোগ্য  প্রার্থীদেরকে জুন ২০২২ ইং তারিখ বিকাল টার মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, টেলিফোন/মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজ রঙিন ছবি (০২ কপি), শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সহ নারী মৈত্রী নিম্ন ঠিকানায় আবেদন পাঠাতে অনুরোধধ করা যাচ্ছে।

 

আবেদনের শেষ তারিখ: ০৮ জুন ২০২২ ইং

 

সূত্র: দৈনিক ইত্তেফাক,২৫ মে ২০২২ ইং

 

নারী মৈত্রী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ নারী মৈত্রী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ Reviewed by Start your own business on May 25, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.