৯৫৬টি পদে রিক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানঃ রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)

পদ সংখ্যাঃ ৯৫৬

আবেদন প্রক্রিয়াঃ ডাকযোগে

অফিশিয়াল ওয়েবসাইটঃ ric-bd.org

আবেদনের শেষ তারিখঃ- ০৭/০৫/২০২২

 


১। পদের নামঃ জেনারেল ম্যানেজার (অডিট)

পদ সংখ্যাঃ টি

বেতনঃ ,০৬,৭২০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ একাউন্টিং/ ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী। নিরীক্ষা বিভাগের ঊর্ধ্বতন পদে বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।

 

২। পদের নামঃ জেনারেল ম্যানেজার (জেড এম)

পদ সংখ্যাঃ ২০ টি

বেতনঃ ৫৪৪০০-৫৭০০০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৪৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী। ঋণ কার্যক্রম ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় অবশ্যই দক্ষ হতে হবে।

 

৩। পদের নামঃ এরিয়া ম্যানেজার ( এম)

পদ সংখ্যাঃ ৩৫ টি

বেতনঃ ৫৪৪০০-৫৭০০০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৪০ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী। ঋণ কার্যক্রম ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে।

 

৪। পদের নামঃ শাখা ব্যবস্থাপক (বি.এম)

পদ সংখ্যাঃ ২০০ টি

বেতনঃ ৩৪৩১০-৩৫৯৩০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী। ঋণ কার্যক্রম ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস পরিচালনায় দক্ষ হতে হবে।

 

৫। পদের নামঃ শাখা হিসাব রক্ষণ কর্মকর্তা (বি..)

পদ সংখ্যাঃ ২০০ টি

বেতনঃ ২৮৫৭০-২৯৯১০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৩৫ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী। ঋণ কার্যক্রম ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে বছরের অভিজ্ঞতা থাকতে হবে। MIS & FIS পরিচালনায় দক্ষ হতে হবে।

 

৬। পদের নামঃ ক্রেডিট অফিসার (সি.)

পদ সংখ্যাঃ ৫০০ টি

বেতনঃ ২৩৬৫০-২৪৭৫০ টাকা

বয়সঃ সর্বোচ্চ ৩০ বছর

শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ডিগ্রী। মাঠ পর্যায়ে কাজ করার বছরের অভিজ্ঞতা

 

অন্যান্য শর্তাবলী

 

আবেদনকারীকে বাংলাদেশের যেকোন কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

 

- নং পদের প্রার্থী কে মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং নারী-পুরুষ উভয় এমপ্লয়ি কে বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে।

 চাকুরীতে স্থায়ীকরণের পর সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

 

ক্রেডিট অফিসার পদের জন্য সংস্থার বিভিন্ন এলাকার ঢাকা, ফেনী, খুলনা, সিলেট বগুড়া কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারী যে কেন্দ্রের অধীনে পরীক্ষা দিতে ইচ্ছুক খামের উপর অবশ্যই সে কেন্দ্রের নাম উল্লেখ করতে হবে।

 


 

 

 

আবেদন পত্র প্রেরণ করার ঠিকানাঃ-

বরাবর,

পরিচালক,

মানবসম্পদ বিভাগ

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)

বাড়ি-৮৮/ / , সড়ক-/, ধানমন্ডি

ঢাকা-১২০৯।

৯৫৬টি পদে রিক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি ৯৫৬টি পদে রিক এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি Reviewed by Start your own business on April 20, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.